এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষককে এ বছর গুণী শিক্ষক সম্মননা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা স্তরে উপজেলা পর্যায়ে এ বছর গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর শহীদ তাজহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সাবেরা খাতুন।
সম্মাননা পেয়ে মোসাঃ সাবেরা খাতুন বলেন, আমার কর্ম দক্ষতাকে মূল্যায়ন করে এ বছর আমাকে গুণী শিক্ষক সম্মাননা দিয়ে আমার দ্বায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেছে বলে আমি মনে করি। আমি শিক্ষকতা পেশায় ৯ মার্চ২০০৬ যোগদান করি।