
কলমে: আব্দুর রহমান
মানুষ আছে, কিন্তু মানবতা নেই,
চোখে আছে আলো, হৃদয়ে আঁধার ছড়ায় কই?
হাসি মুখে মুখোশ পরে ঘুরে বেড়ায় সবাই,
অভ্যন্তরে পচন, কেবল লোভে ভরা হৃদয়ই।
সত্য বলে শোনা যায় না কোথাও,
মিথ্যার সেতুতে চলছে দিনরাত হাওয়া।
অন্যায়ের কাছে নত মাথা করে মানুষ,
ন্যায়ের কণ্ঠস্বর আজ যেন নিস্তব্ধ নিঃশ্বাস।
অসুস্থ সমাজ—
যেখানে দয়া হারায় স্বার্থের ভিড়ে,
শিশুর চোখের স্বপ্ন জ্বলে ধোঁয়ার নীড়ে।
শিক্ষা ব্যবসা, ন্যায় হলো পণ্য,
মানবিকতার মেলা এখন কেবল কল্পনা।
কেউ কারও ব্যথা বোঝে না আর,
মৃত্যুর মিছিলে গায়ে লাগে না ভার।
এমন সমাজ কি তবে বেঁচে থাকার যোগ্য?
নাকি পরিবর্তনের ডাকেই আছে মুক্তির রূপকথা?