শাহ্ ফুজায়েল আহমেদ
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাকের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবসের মূল প্রতিপাদ্য আপনারা চোখ কে ভালবাসুন। চোখের দৃষ্টিরআলো দেখব আমরা চোখের যত্ন নিয়মিত করবো সবাই।
বিশ্বব্যাপী চোখের স্বাস্থ্য ও দৃষ্টি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ছিল ব্র্যাক।
ব্র্যাকের সহায়তায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। র্যালি পরবর্তীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়। ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার কনক দেবনাথ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ বদরুদ্দোজা উজ্জ্বল বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর ইসলাম শাহীন, ডাঃ তানজিম হোসেন, সিনিয়র স্টাফ নার্স মিনতি ,সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমেদ প্রমুখ।
আলোচনা সভার পরবর্তী কর্মসূচি পালন করা হয় জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে ব্রাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প ও শিক্ষার্থীদের মধ্যে চোখের যত্নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। উক্ত ক্যামপরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায় ক্যাম্প পরিদর্শনকালেউপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ ব্রাকের এরিয়া ম্যানেজার নিজাম উদ্দিন, ব্র্যাক জগন্নাথপুর ব্রাঞ্চের প্রোগ্রাম অর্গানাইজার কনক দেবনাথ। সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমেদ।ব্রাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পে অসংখ্য চক্ষু রোগী ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রায় ৭ লাখ মানুষ কোনো না কোনোভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। তাদের মধ্যে অধিকাংশই সামান্য চিকিৎসা ও সচেতনতার অভাবে এই অবস্থায় পৌঁছান। তাই সমাজের প্রতিটি স্তরে চোখের যত্ন ও দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা বৃদ্ধি অপরিহার্য।
ব্র্যাকের জগন্নাথপুর ব্রাঞ্চের প্রোগ্রাম অর্গানাইজার কনক দেবনাথ দৃষ্টি প্রতিবন্ধী দিবস উপলক্ষে বক্তব্যে বলেন
আমরা চাই কোন মানুষ যেন দৃষ্টিশক্তি হারানোর কারণে জীবনের সুযোগ থেকে বঞ্চিত না হয়। সকলের জন্য সহজলভ্য চক্ষু সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
দিবসটি উপলক্ষে বিশেষভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী দিবসে বার্তা হোক চোখের আলো শুধু দেখার নয় বরং
বোঝার ও প্রতীক। চোখের আলোয় সবাই যেন দেখতে পারে জীবনের সৌন্দর্য ।