
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনাখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল’২৫ হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে ১০ অক্টোবর ২০২৫ জুমাবার অনুষ্ঠিত হয় ।
দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার
মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক- জননেতা মোহাম্মদ আলী চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহনী (সাংগঠনিক) উপজেলা বিএনপির, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান হান্নান।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোনাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ ইউনুছ, দ্বিবার্সিক সমেলন ও কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব শাহেদ উদ্দিন, কোনাখালী বিএনপির সাবেক আহবায়ক ডা. মোহা: নুরুল কবির, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন মাহমুদ প্রমূখ ।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোনাখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি এর সভাপতি মুজিবুল হক সিকদার ও সম্মেলন সঞ্চালনা করেন মোঃ রাসেল ।
সম্মেলনে বক্তারা বলেন, ‘সামনের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত, তাই নতুন কোনও ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছেন, তারাও জনগণের কাছে ধরা পড়ে যাবেন।
বক্তারা আরো বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র থেমে নেই, বরং তা বাস্তবায়নের জন্য মাস্টারপ্ল্যান চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ সব অন্ধকার দূর করে জাতীয়তাবাদের পতাকা উঁচু রাখবে— এটাই বারবার প্রমাণিত হয়েছে।’
বর্তমানে নানামূখী ষড়যন্ত্র হচ্ছে ‘ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে, জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে।
বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। ‘স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগোতে পারেনি। গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কোন বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সংস্কারের কথা বললেও ৩১ দফার বাইরে জনগণের জন্য মঙ্গলকর কোন রুপরেখা দিতে পারেনি। আমরা চকরিয়ার মাটি ও মানুষের নেতা জাতীয় রাজনীতিবিদ কক্সবাজারের উন্নয়নের রুপকার বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় কক্সবাজার জেলাকে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের প্রতীক ধানের শীষের দূর্গে পরিনত করতে সকলকে ঐক্যবদ্ধ প্লাটফরমে কাজ করার আহবান জানান।