
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে বিশাল জন সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারে বিশাল জন সমাবেশ অনুষ্টিত হয়।
মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজনে। বিশাল জন সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু ও আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৩য় যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক জুনাব আলী, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটি সদস্য মজিবুর রহমান মজুমদার, জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতা জুলফিকার চৌধুরী রানা, তৌফিক চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক
আলমগীর কবির তালুকদার,
চামারদানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন, শিশু আতিকুর রহমান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে লক্ষে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে আজকের বিশাল জন সমাবেশ। তিনি আরও বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা ভাল প্রতিহিংসা ভাল নয়। জনগণ আমার সম্পদ, জনগণ আমাকে ভালবাসে, আমিও জনগণকে ভালবাসি।