শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

কেন্দ্রীয় নেতার বকুলকে ‘ধানের শীষ’ছিনিয়ে নেয়ার হুমকি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৩ Time View

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:

 

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীরা দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাইকমান্ড থেকে এখনও পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা বিএনপির কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী, এম. এ. জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, এড. কাজী নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বাদল।

এসময় তারা আরও বলেন, রায়পুরায় একজন ব্যক্তি মিথ্যা অপপ্রচার চালিয়ে দলের নেতাকর্মীদের মাঝে বিভাজন তৈরি এবং রায়পুরা বিএনপির ঐক্য নষ্ট করতে চাচ্ছেন। তিনি বলে বেড়াচ্ছেন দলের মনোনয়ন নাকি তিনি পকেটে নিয়ে ঘুরে বেড়ান। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে তারা বলেন, বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল। রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া আদর্শের একটি দল। সেই দলের মনোনয়ন নাকি তিনি পকেটে নিয়ে ঘুরেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম ও আন্দোলনে তার কি অবদান রয়েছে? ফ্যাসিস্ট সরকারের আমলে জেল-জুলুম-নির্যাতন কি তিনি কখনও দেখেছেন? দেখেন না-ই। তাই তিনি এমন আবল-তাবল কথা বলতে পারেন। আমরা তার কথায় বিচলিত হই না। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের কর্মী। আমরা বিশ্বাস করি তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। মিথ্যা প্রগোন্ডা ছড়িয়ে আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না। দলের প্রধান তারেক রহমান অবশ্যই যোগ্য ও সৎ ব্যক্তিকে মনোনয়ন দেবেন। এর আগে মনোনয়ন নিয়ে মিথ্যা অপপ্রচার করা থেকে বিরত থাকতে হবে। আর দল যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে নির্বাচন করে দলকে বিজয়ী করবো (ইনশাআল্লাহ)।
এছাড়াও আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এদিকে মতবিনিময় সভা বিকেলে শুরু হওয়ার আগেই দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থনে দলীয় কর্মী-সমর্থকরা বিভিন্ন রং-বেরঙের ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে মতবিনিময় সভায় আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে মতবিনিময় সভাস্থল কানা-কানায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং জনসভায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102