
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কুমারপুর এলাকার বাসিন্দা মোঃ রবিউল ইসলাম (৩১) অনলাইন ভিসা প্রতারণার মাধ্যমে ৩৫ লক্ষ ৭০ হাজার টাকা হারানোর অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খান মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা বিষয়টি যাচাই-বাছাই শুরু করে।
অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নীলফামারী থানার এলাকায় অনলাইন ভিসা প্রতারণার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত চক্রের সদস্য মোছাঃ বাবলী আক্তার (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার স্বীকার করেন যে, তিনি ও তার সহযোগীরা কানাডার ভিসা প্রদানের প্রলোভন দেখিয়ে মোঃ রবিউল ইসলামের কাছ থেকে বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে একাধিকবারে মোট ৩৫,৭০,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন।
গৃহীত ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা নং-২১, তারিখ-১৫/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩১৬/২০২৫-এ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারা ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, এই প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।