
কলমেঃ শর্মিতা জাহান বর্না
কেউ গরিব, কেউ ধনি—
পরিচয়ে মানুষ।
কেউ পুরুষ, কেউ নারী—
পরিচয়ে মানুষ।
কেউ দেখতে সুন্দর, আবার
কেউ দেখতে কুৎসিত,
কিন্তু পরিচয়ে মানুষ।
কেউ মুসলিম, কেউ হিন্দু,
কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান,
আবার কেউ ক্ষুদ্র গোষ্ঠী
আবার কেউ বা তৃতীয় লিঙ্গের।
কিন্তু সবাই পরিচয়ে মানুষ।