শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

ধর্মপাশায় বাড়ির সীমানাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত দুই

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দ পুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গত ১৫ অক্টোবর সকাল ৯ঘটিকার সময় এ ঘটনা ঘটে। নয়া পাড়া গ্রামের বকুল মিয়া( ৫২) ও আসাব( ৪৮)তাদের দুই জনের মধ্যে মধ্যে বাড়ির সীমানাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আসাব আলী তার বাহিনী নিয়ে বকুল মিয়া ও তার স্ত্রী সন্তানের উপর হামলা করে।ঘটনার বিবরণ জানতে চাইলে, বকুল মিয়া বলেন,এই বাড়ি আমার নামে,৬২আরোয়ারে আমার নামে ছিল, পরে নতুন মাঠ রেকর্ডে আবদুল্লাহর নামে আসে, আবদুল্লাহ এই জায়গা বিক্রি করে আসাব আলীর নিকট,তাকে দলিল করে দিয়ে দিয়।পরে যখন জানতে পারে এই জায়গায় সমস্যা আছে, তখন আসাব আলীকে তার ৩০০০০হাজার টাকা ফেরত দিয়ে দেয়,এবং দলিল ফেরত চায়।আসাব আলী বলেন আমি দলিল ফেরত দিয়ে দিব।কিন্তু আসাব আলী আজ পযন্ত দলিল ফেরত দেয় নাই। এবং উনার দাবি এই জায়গা আমি কিনেছি, তাই আমার জায়গায় আমি যা খুশি তাই করব।এ দিকে আসাব আলীর বাহিনীর হামলায় বকুল মিয়ার স্ত্রী বেগম ও তার সন্তান মোস্তাকিম( ১২) ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার শুভেন্দ্রকে জিজ্ঞেস করলে তিনি বলেন দুই জনের অবস্থা অনেকটা ভাল আছ।বাদি বকুল মিয়া এ বিষয়ে থানায় একটা জিডি করেন। থানায় অফিসার ইনচার্জকে মঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন। আমাদের কাছে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকাকে জিজ্ঞেস করলে তিনি বলেন এ ঘটনার বিচার আরো কয়েকবার করেছি, কিন্তু কোন সমাধান করতে পারি না।আসাব আলী খুব খারাপ লোক। এলাকাবাসির সূত্রে জানা যায় আসলেই যা ঘটেছে তা খুব খারাপ করেছে। আমরা এর বিচার চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102