শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন- সমাজসেবক ও শিক্ষানুরাগী মল্লিক হুসাইন আহমদ হাসনু

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২০ Time View

 

স্টাফ রির্পোটার:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ও জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সম্মানীত উপদেষ্টা, ইসহাকপুর লুদরপুর ও ইনাত নগর টাইটেল মাদ্রাসা যুক্তরাজ্য ট্রাস্ট কমিটির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মল্লিক হুসাইন আহমদ হাসনু। তিনি প্রচার মাধ্যম ফেসবুকে তাঁর অনুভূতির কথা প্রকাশ করলে তিনি ব্যাপক সাঁড়া পান। তিনি পৌরসভার ইনাত নগর (মল্লিক পাড়া) গ্রামের বাসিন্দা।
জানা যায়, মেয়র প্রার্থী মল্লিক হুসাইন আহমদ হাসনু দেশে থাকাকালীন সময়ে রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক সহ নানা কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি নিজ উদ্যোগে এলাকার দূর্যোগপূর্ন মূহুর্তে গরীব ও অসহায় মানুষকে সহযোগিতা করেছেন এবং তাদের পাশে দাড়িয়েছেন। সুদূর প্রবাসে থাকলেও তিনি নাড়ীর টানে এলাকার যোগাযোগ, শিক্ষা সহ নানা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।
তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। জনসেবাকে আমি ইবাদত বলে মনে করি। আমি জগন্নাথপুর পৌরসভার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে ইচ্ছুক । একজন মানুষ হিসেবে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। কিন্তু আমরা মাটির টানে দেশে আসলেও অবহেলিত পৌর এলাকার নানা কর্মকান্ড চোঁখে ভেসে ওঠে। দেশের সকল পৌরসভা থেকে মনে হয় আমরাই বেশী উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছি।
আশাকরি আগামীতে যদি আমাকে একজন জনবান্ধব, উন্নয়নমূখী একজন সৎ, যোগ্য ও নির্লোভ ব্যাক্তি হিসাবে পৌরবাসী মনে করেন এবং মেয়র হিসাবে নির্বাচিত করেন তাহলে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপ দিতে আমি প্রাণপন চেষ্টা করবো। আমি কখনো মেয়র হবো না, আমি হবো আপনাদের সেবক।
তিনি এও বলেন, মেয়র হিসাবে আগামীতে নির্বাচন করার জন্য দেশ থেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন। তবে জনগণের সমর্থন ও ভালবাসা পেলে অচিরেই দেশে এসে সবাইকে নিয়ে প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় প্রচারনায় নামবো এবং একটি পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা বিনির্মানে নিজেকে উৎসর্গ করবো।

তিনি বলেন, এলাকার সামাজিক, মানবিক, জ্ঞানী-গুণী, মানবাধিকার ব্যাক্তিত্ব সহ সুশীল সমাজের অনেকেই আমাকে উৎসাহ প্রদান করে নির্বাচনে আসার জন্য আহবান করেছেন, তাই সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সাড়া পাওয়ায় আমি পৌর মেয়র হিসেবে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করছি।আমি দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

এদিকে জগন্নাথপুর পৌর নাগরিকদের মধ্যে অনেকেই এ প্রতিবেদককে জানান, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মল্লিক হুসাইন আহমদ হাসনু একজন পরিচ্ছন্ন, সৎ-সাহসী, জনবান্ধন ও বিএনপির একজন পরিক্ষিত নেতা। তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার জনগণের কাংখিত উন্নয়ন তরান্বিত বলে আমাদের বিশ্বাস।
আমরা যদি এখন থেকেই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে বেচে নেই তাহলে নির্বাচনে জয়লাভ করানো সম্ভব হবে। আরো বলেন, আগামী পৌর নির্বাচনে জনগনের সেবা করার জন্য তিনি অংশ গ্রহণে আগ্রহী হয়েছেন। একজন উন্নয়ন বান্ধব ও সাদামনের মানুষকে সমর্থন দিয়ে নির্বাচিত করলে পৌরবাসীর পবিত্র আমানত কখনো বিফলে যাবে না। তিনি তাঁর ওয়াদা অবশ্যই রক্ষা করবেন বলে আমরা মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102