
কলমেঃ হাবিবুল্লাহ মুখতার (সজিব)
কিছু পথ হেঁটে যাই রোজ, তবু মন খোঁজে অন্য বাঁক,
যেখানে রোদেরা হাসে, আর সবুজে মিশে থাকে অবাক হাওয়াকল।
জীবনের এই অচেনা স্রোতে, কতো শত ঢেউ আসে,
কতো স্বপ্ন ভাঙে, তবু নতুন আশার বীজ বোনা বাকি থাকে।
কষ্টেরা নীরব সঙ্গী হোক, হাসি থাকুক ঠোঁটের কোণে,
প্রতিটি ভোরের আলো যেন জীবনের মানে নতুন করে আঁকে।
আমরা তো শুধু যাত্রী, এই ক্ষণিকের পৃথিবীতে,
পেছনে ফেলে যাই কিছু স্মৃতি, আর কিছু না-বলা কথা।
হোক না পথটা কঠিন, তবু হার মানা বারণ,
হৃদয় জানে, তার গন্তব্য আজও বহুদূর।
উড়তে শেখা পাখিটা ঠিকই একদিন আকাশ ছোঁবে,
শুধু বিশ্বাসের ডানায় ভর করে পথ চলতে হবে।