
মোঃ সুমন মোল্লা, বিশেষ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। বিএনপি বিজয়ী হলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন করে মানুষের মুক্তি নিশ্চিত করবো। মানুষকে সফল অধিকার ফিরিয়ে দেবো।
শনিবার দুপুরে (১৮ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গা ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম জিলানী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হল বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই ৩১ দফা হল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা ও মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনেকে বলেন, আমরা নির্বাচন চাই, সংস্কার চাই না। এই কথাটি ভুল। আমরা দীর্ঘদিন যাবৎ সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি।
তিনি তার বক্তব্যে একটি দলের সমালোচনা করে বলেন, তারা পি আর পদ্ধতি চায়। পি আর পদ্ধতি বাস্তবায়ন না হলে, তারা নাকি নির্বাচন করবে না। ফেক আইডির মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করছে। এই পদ্ধতিতে এমপি প্রার্থী নির্ধারণ করা হয় না। মার্কা দেখে ভোট দিতে হবে। কিন্তু তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি এখনো ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেনি। তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।
উক্ত সম্মেলনে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মঞ্জুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর -৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান সজীব, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর -৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির দুর্গে পরিণত হয়েছে। আমাদের প্রথম কাজ ছিল দলের নেতাকর্মীদের মধ্যের বিভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করা। আমরা সেটা দূর করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি’র বিজয় নিয়ে আনবো।
উক্ত সম্মেলনে ফরিদপুর জেলা, ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিতে,
ভাঙ্গায় কর্মী সম্মেলন উপস্থিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ