
মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন করেছে মানবিক সংগঠন “আত-তাওয়াক্কুল ফাউন্ডেশন”।
শনিবার (১৮ অক্টোবর) আছর নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল মোড়ে কালিমা শাহাদাত চত্বরে হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরের মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)-কে অপহরণ করে ধর্ষণ করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এতে ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা রেজাউল আলম রিয়াজ,মাওলানা নওশাদ আহমেদ, মাওলানা রাকিব আল আদনান , ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, রাহাগীর মাহী, মুফতি শহিদুল্লা আল আযহারী, মাওলানা সাইফ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।”