
মোঃ রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষি উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সম্মানিত সিনিয়র মনিটরিং অফিসার জনাব অশোক কুমার রায়। রোববার (১৯ অক্টোবর ২০২৫) তিনি দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে প্রকল্পের অগ্রগতি ও মাঠপর্যায়ের কাজের গুণগত মান যাচাই করেন।
এসময় তিনি পার্টনার স্কুল মনিটরিং, প্রদর্শনী প্লট পরিদর্শন, বীজ সংরক্ষণ যাচাই এবং নির্ধারিত ফল বাগানে স্প্রিংলার সেচ কার্যক্রমের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেন। মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কৃষকদের পরামর্শ দেন উন্নত জাতের ফসল উৎপাদন, সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহার এবং আধুনিক সেচব্যবস্থা গ্রহণের বিষয়ে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মীর হাসান আল বান্না, এসএপিপিও, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ।
জনাব অশোক কুমার রায় মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের পাশে থেকে ফলন বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্থানীয় কৃষকরা জানান, পার্টনার প্রকল্পের সহযোগিতায় তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শিখে উপকৃত হচ্ছেন এবং উৎপাদন বৃদ্ধিতে নতুন আশার আলো দেখছেন।