শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহারে হিজড়াদের মাদ্রাসা উদ্বোধন

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৫ Time View

 

আব্দুর রহিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাপাহারে কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে
“দাওয়াতুল কুরআন (তৃতিয় লিঙ্গ) হিজড়াদের মাদরাসা”র শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায়
নওগাঁ জেলার সাপাহারে “দাওয়াতুল কুরআন হিজড়াদের মাদরাসা”-এর শুভ উদ্বোধন করা হয়।
যা হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম মাদরাসা হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।
সাপাহার মডেল
মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ জহির রায়হান
, সাধারণ সম্পাদক
, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়াদের কল্যাণে বক্তব্য প্রদান করেন
সাপাহার উপজেলা
ইত্তেহাদুল ওলামা পরিষদ এর সভাপতি
হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবীবী। অন্যান্যদের মধ্যে মাওলানা মুফতি আব্দুর রহমান আল আজাদ,
পরিচালক,
দাওয়াতুল কুরআন হিজড়া কল্যাণ ফাউন্ডেশন,
মুফতি আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি
, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।
মাওলানা আল আমিন,
সাংগঠনিক সম্পাদক
, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে মাওলানা আমিরুল ইসলাম রোকনপুরী, প্রিন্সিপাল, মিলিক দক্ষিণপুর কওমি মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জ দাওয়াতুল কুরআন হিজাড়াদের মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন এবং একজন (তৃতীয় লিঙ্গের) অমুসলিম হিজাড়া স্বেচ্ছায় ইসলাম ধর্র্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করায় আনুষ্ঠানিকভাবে তাকে ইসলাম ধর্মে প্রবেশ করা হয়।

বক্তারা তৃতীয় লিঙ্গের ভাই-বোনদের উদ্দেশে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন “ইসলাম আপনাদেরকে সম্মানিত করেছে, সমাজ আপনাদের হেয় করছে। আমরা চাই, সমাজের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার চোখে দেখুক। আমাদের জন্য যে বিধান, আপনাদের জন্যও সেই একই বিধান প্রযোজ্য।”
তাঁরা আরও বলেন
“আপনারা কোরআন শিখুন, সৎ পথে চলুন, এবং মানুষের কাছে সাহায্য চাইলে ভদ্রতা ও বিনয়ের সাথে সাহায্য প্রার্থনা করুন।
বক্তারা পবিত্র কুরআনের বাণী উদ্ধৃত করে বলেন
“অবশ্যই আমি আদম সন্তাানদেরকে সম্মানিত করেছি।” (সূরা ইসরা: আয়াত ৭০) এসময় উক্ত হিজাড়াদের মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে সাপাহার ইত্তেহাদুল ওলামা পরিষদের সকল সদস্যগন ও সাপাহার হিরা হিজড়া (জনপ্রিয় সমাজকর্মী) সংগঠনের সকল হিজড়া সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102