
মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত
একদিন হঠাৎ দেখা যায়—
নিজের ছায়াটাকেও চিনি না।
অন্তরাল ঘরে জমে থাকে নীরবতার ধুলো,
যা মুছে ফেলতে গেলেই ফিরে আসে অনন্ত শূন্যতা।
ভালোবাসার মতোই শূন্যতা—
আঁকড়ে ধরে নিঃশেষ করে দেয়।
যে হারায়, সে-ই বোঝে
ফাঁকা কণ্ঠের শব্দ কেমন বাজে ভিতরে।
কখনও মনে হয়, আমিই শূন্যতার প্রতিধ্বনি,
যে নিজেকে ছেড়ে
বেরিয়ে আসতে পারে না কোনও দিন।
তবু বিদায় জানাতে হয় তাকে—
যে নেই, অথচ সর্বত্র আছে।
এই বিচ্ছেদই আসলে মুক্তি,
আর মুক্তিই শেষ অবধি একাকী।
কারণ, শূন্যতার সঙ্গে বিচ্ছেদ—চিরদিনই অনিবার্য।