
কামরুল ইসলাম:-
চট্টগ্রামের লোহাগাড়া থানার সাহসী চৌকস পুলিশ অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলামের সঠিক নেতৃত্বে গতকাল ১৯ অক্টোবর বিকাল অনুমানিক ৫ ঘটিকার সময় বিশেষ অভিযানে ২০০০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে। এ বিষয়ে জানতে গিয়ে জানাযায়
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা এর নির্দেশনায় এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এসআই (নি.) মোঃ মাঈন উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চুনতি রেঞ্জ বনকর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হয়। এসময় সন্দেহভাজন একটি হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৯) থামিয়ে তল্লাশি করে চালক রিপন আহাম্মেদ (৩৮)-এর কাছ থেকে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিল।
ঘটনার বিষয়ে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।