শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

জামালগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৪ Time View

 

 

সাইফ উল্লাহ, স্টাফ রির্পোটার:

 

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জামালগঞ্জ সরকারি কলেজে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জামালগঞ্জ পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসব বিষয়ের কারণ ও প্রতিকার এবং নারীর সমাজে অবদান নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।

এ সময় পিএফজি এম্বাসেডর আব্দুল মান্নান তালুকদার, আলেয়া বেগম, সমন্বয়কারী আব্দুল মালেক, পিএফজি সদস্য আব্দুল খালেক, নাজিম উদ্দিন, আলী হোসেন, আলী আক্কাস মুরাদ, খালেদা আক্তার, আল-আমীন, ওয়ালী উল।লাহ সরকার, অঞ্জন পুরখায়স্থ, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস, নারী শান্তি সহায়ক দলের সদস্য সুরমা বেগম, মমতা রানী, রুপালী, কল্পনা আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের আগে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য।” তাঁরা আরও বলেন, “সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102