
মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার
সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু এবং প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, দুজনই পেশায় সাংবাদিক এবং সম্পর্কে চাচা-ভাতিজা। খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের স্থায়ী বাসিন্দা এই দুই সংবাদকর্মী তাঁদের লেখনীতে সুন্দরবন ও কয়রার জনজীবন, প্রকৃতি ও পরিবেশের কথা তুলে ধরছেন নিঃস্বার্থভাবে।
সুন্দরবন বিষয়ক সবচেয়ে বেশি প্রতিবেদন করেছেন ইমতিয়াজ উদ্দীন। তাঁর লেখায় বারবার উঠে এসেছে সুন্দরবনের নানা সংকট ও সমস্যার চিত্র। শুধু সমস্যাই নয়, তাঁর প্রতিবেদনের ফলেই অনেক সময় গৃহীত হয়েছে সমাধানের উদ্যোগ, যা প্রশংসিত হয়েছে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে।
অন্যদিকে তারিক লিটু পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং কয়রা অঞ্চলের নানামুখী সমস্যাগুলো গভীরভাবে অনুসন্ধান করে তা পাঠকের সামনে উপস্থাপন করে চলেছেন। তাঁর লেখার মাধ্যমে পাঠক যেমন জানতে পারছেন কয়রার বাস্তবতা, তেমনি উদ্বুদ্ধ হচ্ছেন পরিবেশ রক্ষায় সচেতন হতে।
এই দুই সংবাদকর্মীর নিবেদিতপ্রাণ প্রচেষ্টায় কয়রা ও সুন্দরবনের প্রাণপ্রবাহ প্রতিনিয়ত ধরা পড়ছে গণমাধ্যমে, যা সবার মাঝে সচেতনতা সৃষ্টি করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকছে।