
মো. রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাব দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
বাদীর এজাহার অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিমলা উপজেলার দোহলপাড়া গ্রামে ভিকটিমের নিজ ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে পলাতক আসামি মো. ফরিদুল ইসলাম (১৯)। পরে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা পরদিন ১৪ সেপ্টেম্বর ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–১৩/২০২৫)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
পরবর্তীতে, মামলার পলাতক আসামিকে ধরতে র্যাব-১৩, রংপুর (সিপিসি-২, নীলফামারী) ও র্যাব-১, উত্তরা (সিপিসি-১) এর একটি যৌথ দল ১৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আড়াইটার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডা তিতাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তারা সফলভাবে আসামি মো. ফরিদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।