শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলাম এর জীবনী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

 

আহমেদ হোসাইন ছানু:-

১২ই জুন ১৯৭৭খ্রি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সাবেক বড়খাতা ইউনিয়নের দালালপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

পিতাঃ শমসের আলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী, বীর মুক্তযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীত চাকুরী (১৯৭১)করেছেন বটে।

মাতাঃ জিন্নাতুন নেছা, গৃহিনী।

কর্মস্থলঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), লালমনিরহাট,
পদবীঃ অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক।

মোঃ জাবেদুল ইসলাম এর ছাত্র অবস্থায় হতে লেখালেখির অভ্যাস। দৈনিক যুগের আলো, দৈনিক জন্মভূমি, এই যুগ পত্রিকা (ভারত) দৈনিক জনবাণী, দৈনিক আজকালের আলো, সাপ্তাহিক আজকের জনকথা, দৈনিক ফুলকি, দৈনিক দুরযাত্রা, দৈনিক ভোরের দর্পন, দৈনিক নিরপেক্ষ, দৈনিক পশ্চিম অঞ্চল, দৈনিক কাজির বাজার পত্রিকা, সুপ্রভাত সাতক্ষীরা, সাপ্তাহিক সাহিত্য আঙিনায় এবং বিভিন্ন অনলাইন পত্রিকাগুলোতে গল্প কবিতা ছড়া প্রকাশিত হয়েছে। সততার পরিচয়, তিস্তা পাড়ের মেয়ে, ভালো মা, কালো মেয়ে, মাটির ব্যাংক, তিস্তার মানুষের জীবন সংগ্রামঃ ইত্যাদি। অনেক কবিতা ছড়া প্রকাশিত হয়েছে।

পরিবারের সদস্যঃ স্ত্রী মোছা: উম্মে কুলসুম খন্দকার, দুই ছেলে আর এক মেয়ে। (বর্তমান বাসস্থান) গ্রাম: রমনীগঞ্জ, ডাকঘর- বড়খাতা, উপজেলা: হাতীবান্ধা, জেলা: লালমনিলরহাট।

মোঃ জাবেদুল ইসলাম বেশ কিছু গান লিখেছেন, দেশের খ্যাত নামা শিল্পীরা তার কিছু গান ইউটিউবে পরিবেশন করেছেন।

কাব্য গ্রন্থঃ কবি মোঃ জাবেদুল ইসলাম এর একটি পতাকা একটি দেশ, একক কাব্য গ্রন্থ, স্মৃতির পাতায় কবিতা, কাব্যাঞ্জলি, কাব্য সুধা, শতকাব্য, কবিদের কবিতা-৩, সাহিত্যের আলো, উসওয়াতুন হাসানাহ ইত্যাদি যৌথ কাব্য গ্রন্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102