শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের নতুন প্রকল্প “এমপাওয়ারিং চেঞ্জ” উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৩ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন (YFCBD) মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্বোধন করেছে নতুন প্রকল্প “এমপাওয়ারিং চেঞ্জ: ক্রিয়েটিং সেফ স্পেস অ্যান্ড অ্যাডভান্সিং জেন্ডার ইকুয়ালিটি (ECSAGE)”। একই সঙ্গে উদযাপন করা হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস (IDG)।
ফরাসি সংস্থা FON-CREA ও Agence Française de Développement (AFD)-এর সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের তরুণ-তরুণী, যুব সংগঠনের প্রতিনিধি, এনজিও ও আইএনজিও কর্মকর্তারা, স্থানীয় সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তারা। তারা বলেন, দেশের অগ্রগতির সঙ্গে নারীর অবস্থান শক্তিশালী হলেও এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। গবেষণা অনুযায়ী, বাংলাদেশের ৭০ শতাংশ নারী জীবনে অন্তত একবার ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হন এবং ২০–২৪ বছর বয়সী দুইজন নারীর একজন ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন—যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বক্তারা বলেন, প্রকৃত ক্ষমতায়ন মানে হলো মেয়েদের আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া।

এই বছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য “The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis”—এর সঙ্গে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের লক্ষ্য গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তরুণ নেতৃত্বের মাধ্যমে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

পরবর্তী সেশনে অনুষ্ঠিত হয় “Visualizing Current Challenges and Needs for Safe Spaces”, যেখানে অংশগ্রহণকারীরা মেয়েদের প্রতিদিনের নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। গণপরিবহন, অনলাইন হয়রানি, সামাজিক বাধা ও বিচারপ্রাপ্তির সীমাবদ্ধতা নিয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন তারা। বক্তারা বলেন, শুধু আইন নয়—সামাজিক মনোভাবের পরিবর্তন ও কমিউনিটি সাপোর্টই পারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।

এরপর আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় YFCBD-এর নতুন প্রকল্প ECSAGE। প্রকল্পটির লক্ষ্য তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় সক্ষম করে তোলা, মেয়েদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং কমিউনিটিতে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা।

সংক্ষিপ্ত বিরতির পর অনুষ্ঠিত হয় সৃজনশীল সেশন “Vision to Change”, যেখানে অংশগ্রহণকারীরা রঙিন কার্ডে নিজেদের স্বপ্ন ও ভাবনা লিখে বা এঁকে একটি “Wall of Change”-এ সংযুক্ত করেন। এ কার্যক্রমের মাধ্যমে তারা একটি নিরাপদ ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

দিনের প্রধান আকর্ষণ ছিল Collaborative Roundtable Discussion, যেখানে সরকারি কর্মকর্তা, যুব নেতা ও উন্নয়ন সহযোগীরা মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, লিঙ্গ-সংবেদনশীল শিক্ষা এবং অনলাইন প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করার নানা প্রস্তাব।

অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় সমাপনী বক্তব্য ও নেটওয়ার্কিং সেশন। উপস্থিত সবাই লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনটির সমাপ্তি হয় একটি স্মারক গ্রুপ ছবির মাধ্যমে, যা তরুণ নেতৃত্ব, ঐক্য ও পরিবর্তনের প্রতিশ্রুতির প্রতীক হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102