
কলমেঃ ড. প্রসেনজিৎ কর্মকার
আজ শহর ঝলমল করে—
বাল্বের ফোটায়, আতশবাজির শব্দে,
আলোয় ভাসে প্রতিটি টাওয়ার,
তবু এক গলির কোণে
একটা প্রদীপ এখনো টিমটিম করে জ্বলে।
ওই মাটির ঘরে নেই রঙিন আলো,
নেই সোনার দিয়া, না আছে বাজির ধোঁয়া,
আছে শুধু মা ও ছেলে—
দু’জনার চোখে একটুখানি উজ্জ্বলতা,
যা জ্বলে ক্ষুধার ওপরে, অভাবের নিচে।
শহর বলে— “শুভ দীপাবলি”,
আর পাশের বস্তিতে ক্ষুধা বলে— “কালও না খেয়ে ঘুমাবি।”
কেউ ফোটায় আলোয় স্বপ্ন,
কেউ ফোটায় আলোয় ক্ষত,
দু’দিকেই দীপ জ্বলে,
তফাৎ শুধু— একদিকে সাজ, অন্যদিকে সান্ত্বনা।