শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” শ্লোগানে নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৮ Time View

 

সানজিদা রুমা, নরসিংদী:

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” শ্লোগানে নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র(বিআরটিএ) আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজ্জাদ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী জেলার সড়ক ও জনপদগুলোকে যানজট নিরসন মুক্ত করতে জেলা প্রশাসন বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছে। সন্তান আবদার করলেই আরওয়ান ফাইভ কিনে দিবেন না। আগে যাচাই করুন, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সে দক্ষ চালক হয়েছে কিনা।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, বিআরটিএ নরসিংদীর সহকারী পরিচালক রুহুল আমিন,মোটরযান পরিদর্শক রাসেল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র, সড়ক ও জনপদ নরসিংদীর উপ বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল,সহকারী প্রকৌশলী আমির হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম আসাদ, সড়ক ও জনপদ বিভাগ প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম,নরসিংদী আন্ত: জেলা বাস ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা ও সহসভাপতি হুমায়ন কবির কামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102