
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে ভিজিডি (VGD) কার্ডের আওতায় চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ রোকনুজ্জামান (রোকন), মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আলমগীর হোসেন, ডিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তালেব, ইউনিয়ন পরিষদের সদস্যগন মিজানুর রহমান, মোঃ মাসেদুজ্জামান, কৃষ্ণ কান্তি সিংহ, মোঃ বাদল মিয়া (স্বপন), মোঃ সাদেকুল ইসলাম, মোঃ সামছুল ইসলাম, মোঃ হাছানুর রহমান, মোঃ আনারুল ইসলাম, এবং মহিলা সদস্য মোছাঃ আফরোজা বেগম, মোছাঃ জোসনা বেগম, শিল্পী বেগম ও ডিমলা ইউনিয়ন পরিষদের সচিব মোবাশ্বের।
চাল বিতরণ কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন,
“সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে টেকসই উন্নয়নের মূলধারায় নিয়ে আসা। ভিজিডি কর্মসূচির মাধ্যমে শুধু খাদ্য সহায়তাই নয়, নারীদের আত্মনির্ভর করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে — সরকার সেই লক্ষ্যে কাজ করছে।”
উল্লেখ্য, VGD (Vulnerable Group Development) কর্মসূচি দরিদ্র ও অসহায় নারীদের জন্য একটি দীর্ঘমেয়াদি সামাজিক সহায়তা প্রকল্প। সাধারণত দুই বছর মেয়াদে এ কর্মসূচির আওতায় প্রতিমাসে একজন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ ও উপকরণ সহায়তাও দেওয়া হয়ে থাকে।