
কলমেঃ কাকলি রানী ঘোষ
ফুলের সম্ভারে নূয়ে পড়েছে কোবির মন।
ফুলে ফুলে মিষ্টি গন্ধে, যেন বসন্ত ফুটেছে মনে।
কোকিলের আনাগোনা চলছে, কুহু কুহু শব্দে।
নির্মল বাতাসে ভরে আছে কবির মন।
ছন্দের মোহনায় দাঁড়িয়ে থাকা কবিত্বের সমাহার।
ঠিক যেন বসন্তের কৃষ্ণচূড়া লালে লাল।
পাতাহীন পাকড়া ফুলে বিছিয়ে গেছে অন্তর।
পাকড়া গাছের তলে দাঁড়িয়ে অপেক্ষমান কবি,
রচিছেন বসন্তের আগমন,
কচি পাতার সমারোহে ভরে, ফুলে ফুলে মৌমাছি,
গুনগুনিয়ে গাইছে গান।
মধু আরোহনে ব্যস্ত মৌমাছি, কবির দৃষ্টিকরে আকর্ষণ।
মাধবী ফুলে ভরে উঠেছে কবিত্বের মধুরিমায়।
কবি আজ হারিয়ে গেছে অজানায়।
যেন আম্র ফলে নুয়ে পড়েছে মাটিতে।
ফলের সমারহে রঙ ধরেছে কবির মনে।
বর্ষার মেঠো পিচ্ছিল কাদায় পড়তে চাই,
মনে চলে তার শরতের রং তুলির খেলা,
কি করবে কবি এখন? বোঝেনা, হারাতে চাই কোনখানে।
সীমাহীন দিগন্তে করে বিচরণ।
মনে বয়ে চলে ঝরনার ধারা।
হারাবে সে কহিন অরণ্যে, যেখানে খুঁজে পাবেনা কেউ।
নীল সীমানায় দৃষ্টি হয়নি নিবদ্ধ,
আজ কবির গানে গানে চলে প্রেমের বন্ধন।
উদাস দৃষ্টিতে খুঁজে অন্তর, কবিত্বের আগমন প্রতীক্ষায়।
ভোরের আলোয় শিশিরে ফোটা ফুল, ঢেউয়ে ঢেউয়ে
নতুন শব্দের প্রকাশ।