
কলমেঃ রোজ দীপিকা
এই শহরে মুখোস আছে,
মানুষের গল্প ভার,
প্রণয় দহে পোড়ছে ক্ষত-
গ্রীন লীফ দন্ড যার!
পথিক আমি শান্ত নীড়ে,
ইট পাথরের দেয়াল –
দিনের শেষে আকাশ পানে,
উড়িয়ে দিচ্ছি হোপলেস মশাল!
এই সিটিতে মায়ার চেয়ে
টাকার মূল্য বেশি,
তাই ভালোবাসার দন্ড পেয়ে,
নিরাশ স্বপ্ন মেকি!
মন উড়াবো পাখিদের দলে,
নির্ভীক নিরবতায় –
তবুও যাবোনা মানুষের ঐ
প্রাণহীন চর খাতায়!