
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
সে-ই কি গো শেষ দেখা
এমন এক বর্ষার রাতে এসেছিলে,
বৃষ্টি কাদা গায়ে মেখে, কাক ভেজা হয়ে
সিক্ত বসনে, লাজুক আহ্বানে, অকৃত্রিম ভালো বেসেছিলে!
যদি সত্যি বাঁচাতে চাও ‘প্রথম ভালোবাসার’ স্মৃতি
রক্ষণে চুম্বকীয় আকর্ষণ দোঁহে মিলে, এসো না আর কাছে!
সে রাতের বিহগ বিহগী হয়ে থাকতে চাই চিরকাল
সংসার বাঁধতে, চাল-ডাল হিসাবে, বিতৃষ্ণ হই পাছে?
সংসার জীবনে স্বার্থের নগ্ন চেহারা, আয়া সেবিকার হুকুম পালন
সে এক দাপ্তরিক সম্পর্কে ভালোবাসার হয় মরণ!
প্রণয় সে সম্পর্কে হাপিত্যেশ করে, করে পালায়ন গবাক্ষ পথে
সারাজীবন ঝরে অশ্রু বারি, সেই প্রথমদিন করে স্মরণ!
যদি বাঁচাতে চাও তব ম-ম, ভালোবাসার কৈলাশ শৃঙ্গ
দূরে থাকো, হোক নয়নে বৃষ্টপাত, আজীবন, দু’জন!
যতদূরে থাকো যতদূর দেশ, মনে নিয়ে লাভা সম তপ্ত ক্লেশ
বেঁচে থাকবে তোমার আমার ভালোবাসা, আজীবন!