
কলমেঃ
একাকিত্বের বিষাদিনী
(মাহিয়া ইসরাত তারিন)
পদ্মবতী…… শুনছো,
তোমার রূপে আমি হারিয়ে গিয়ে
খুঁজে পেয়েছি কিছু ছন্দ।
পাপড়ি গুলো দুলছে তোমার, সবুজ পাতার ঢাল
নীল আকাশে মেঘ ভেসেছে,সবটাই–
তোমার মায়াজাল।
বইছে নদী তোমার তালে, হাওয়ায় তোমার ঘ্রাণ
যে দেখিবে তোমার তরে লিখিবে অবিরাম।
সারা বেলা পার হয়ে যায়, তোমার সরগুলে
অল্প কথা বলতে তোমার –
লজ্জা হয় কিসে?
চলে যাবো একটু পরেই, তখন তুমি খুঁজবে
তোমার সাথে দেখা হবে, বলা কী আর যায়?
আমিও হয়তো ভেসে যাবো দীর্ঘকালের নিদ্রায়।
সময় হলে চিঠি দিও,নয় তো যেও ভুলে
আমি তো এক ছন্নছাড়া –
রাখবে কেনো মনে।
আড়ি আছে তোমার সাথে, বলোনি কোনো কথা
যাচ্ছি আমি ফিরবো না আর,
ঝরে যাক কিছু ব্যথা।
বিদায় তোমায় জানাই আমি, রইলো ব্যকুলতা
পদ্মবতী…… আমার মনে রইলে তুমি গাঁথা।