
কলমে: মোহাম্মদ সহিদুল আলম
জীবন একটি, আর কতটা দিন বাঁচবে তা সকলের অজানা। তবুও মানুষে মানুষে অশান্তি আর গন্ডগোল চলছে চলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা সবাই মানুষ।
দুনিয়া এই মানুষই! কেহ দেশ দখল, কেহবা আসন, কেহ আবার অবৈধ সম্পদ অর্জনের গাছ বৃদ্ধি নিয়ে নিত্য নতুন আয়োজনে অব্যাহত।
স্বপ্নময় ফুলের বাগানে আগাছা পূর্ণ পরিষ্কার না করলে পুনরায় আগের অবস্থায় দাঁড়ায়। তেমনি মানুষের মনেও অবৈধ পরিকল্পনা বিলুপ্তির প্রয়োজন।
জাত-পাত,সকল ধর্মের আগে আমরা সবাই মানুষ। যতদিন পর্যন্ত মানুষ মানুষকে হত্যা, যুদ্ধ, আগ্রাসন, অন্যের সম্পদ দখল বন্ধ না হয়, ততদিন পর্যন্ত অশান্তি আর গন্ডগোল। প্রয়োজন নিরসন।
রচনাকাল :
১২ই মে ২০২৫ইং
কোলম্ব, ফ্রান্স।