
কলমেঃ কনক কুমার প্রামানিক
বছর ঘুরে এলো প্রথম
খোকনের জন্মদিন,
মনটা যে তার বেজায় খুশি
এসেছে পর্বদিন।
ফোকলা দাঁতে মিষ্টি হাসি
মন সবারই কাড়ে,
সারা বাড়ি বেড়ায় ঘুরে
কে তার সাথে পারে।
মা বাবারই জীবন খোকা
হৃদয়েরই স্পন্দন,
চোখের আড়াল হলে পরে
কষ্টে ভরে জীবন
খোকার এমন খুশির দিনে
সকলের আশীর্বাদ,
সারাজীবন ভালো থাকার
খোকনের আশাবাদ।