
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
শত বীণা র মৃদুস্বরে বলো, সুখে আছি
ডাস্টবিনের পঁচা খাবার কুকুর থেকে কেড়ে খেয়ে, মৃত্যু যাচি,
সারাবিশ্ব নিয়েছে আগ্রাসন নীতি, পরেছে পরমাণু যুদ্ধের তাজ,
তাতে চিন্তিত নই, ক্ষমতায় যাওয়াই আজ আমাদের কাজ!
সমাজ রাষ্ট্র জনতার, হোক না যতোই নাভিশ্বাস
আমি আসছি রাষ্ট্র ক্ষমতায়, আমার উপর রাখো বিশ্বাস!
যত শহীদ হয়েছো তোমরা, দেশটা স্বাধীন করতে
কেমনে পেতাম স্বাধীনতা, তোমরা যদি না বুক পেতে মরতে?
যাকগে মুছে ইতিহাস থেকে সব শহীদের নাম
কি মূল্য থাকে শুকিয়ে গেলে শ্রমিকের কষ্টের ঘাম?
দুমুঠো ভাত উদরে দিতে, যুগ যুগ দিয়েছো রক্ত
আজ-ও মেলেনি, কারন একটা, নেতারা ক্ষমতার ভক্ত!
তাজমহল আর লাল কেল্লা তোমাদের রক্তে তৈরি
আরো একটু রক্ত দাও, এত বুঝো কেন, প্রজাদের কোর না বৈরী!
জাতীয় দিবসে মনের হরষে, জাতীয় পতাকা সেথা উড়ে
মরলে কি ক্ষতি, তোরা তা ‘দীন দরিদ্র শ্রমিক মুটে’, কয়দিন পর যাবি গোরে!
সহস্র কেজি স্বর্নে বানাবো, মন্দির মসজিদ গীর্জা
ধার্মিক বলে পদধূলি নিবে তোদের মত, শত সহস্র প্রজা!
কোথাথেকে এলি, জীবন কে দিয়ে গেলি , করে না বিশ্ব খোঁজ
ধার্মিক বটে, সারা বিশ্বে যায় রটে, বিশ্ব নিমন্ত্রণ দেয় রোজ!
জীবন দিয়ে ভোটের অধিকার কেড়ে এনেছে যারা
ইজ্জত দিয়ে স্বাধীনতা এনেছে যে নারী, দেহ বেচে বাঁচে তারা!
অর্থ পাচার, বিদেশে গাড়ী বাড়ী, হামাগো নেতাদের কর্ম
মিথ্যা প্রোপাগান্ডা, ধর্মীয় মিথ্যাচার, আমাদের নেতাদের বর্ম !
আমরা সুখে আছি, নিত্য মরে বাঁচি, চারিদিকে আগুনের দাবানল
আমরা জনগন, সব সংগ্রামে দেই জীবন, আজ, নিজেকে মনে হয় ফুটবল!