
খুলনা অফিস:-
সামাজিক কর্মকান্ডে নিবেদিত প্রান অবসরপ্রাপ্ত ব্যাংকার শেখ জামাল উদ্দীন কে অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত করে বিদায় জানালো তাঁর সহপাঠী, রাজনৈতিক সহকর্মী, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন, স্থানীয় ও আশেপাশের বিভিন্ন এলাকার থেকে আশা অসংখ্য মানুষ
২৪ অক্টোবর শুক্রবার নগরীর সোনাডাঙ্গাস্হ মরহুমের নিজস্ব বাড়ীর নিকট আলীর ক্লাব সংলগ্ন মোড়ে জুম্মা বাদ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
দারুল আমান মহল্লা নিবাসী জনতা ব্যাংকের খুলনা শাখার সিনিয়র অফিসার (অব:) ম্যানেজার ও একজন সদালাপী সামাজিক সেবামূলক কর্মকান্ডের সাথে নিবিড় ভাবে জড়িত জনাব শেখ জামাল উদ্দীন ২৩ অক্টোবর রাত ৯:৩০মি: ব্রেন স্ট্রোক জনিত কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। যেমন খুলনা মেট্রোপলিটন কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি , শহীদ সোহরাওয়ার্দী কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য, দারুল আমান মহল্লা জামে মসজিদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য,দারুল আমান ও দারুস সালাম মহল্লা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি সহ জীবদ্দশায় অসংখ্য সামাজিক সেবামূলক সংগঠনের কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।
মরহুমের দুই ছেলে এক মেয়ে, পুত্রবধূ জামাতা, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য মরহুমের ছোট ছেলে মুশফিকুর হাসান অভি রোটারী ইন্টার ন্যাশনালের অন্তর্ভুক্ত যুব সংগঠন রোটার্যাক্ট মুভমেন্টের রোটার্যাক্ট ক্লাব অব খুলনা রুপসার প্রাক্তন সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা মহানগরের সাবেক দপ্তর সম্পাদক এ সোনাডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব ছিল। বড়ো ছেলে মাসকুর হাসান ফ্রান্স বর্তমান জাতীয়তাবাদী যুবদলের খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা নজরুল ইসলাম মঞ্জু,
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম তুহিন, সমাজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি,১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক শেখ শওকত হোসেন, রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮ নং ওয়ার্ডের আমির মোঃ মশিউর রহমান রমজান, দারুস সালাম জামে মসজিদের সভাপতি সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মুকুল, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ ইউছা ওয়ায়েজ আর রাফি নাজু,দেশ আহমেদ রাজু, অধ্যাপক এস এম সোহেল ইছাহাক সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজার নামাজের ইমামতি করেন দারুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল ইসলাম।