
কলমেঃ শহীদ বদরুদ্দোজা তৌহিদ
কষ্ট ক্লান্তে শান্ত শিষ্টে, বিদ্রূপ যখন সঙ্গী,
রপ্ত ধৈর্য, ভগ্ন স্বপ্ন, রিক্ত হস্তের ভঙ্গি।
অট্টহাস্য, কুৎসাবচন, কর্ণগ্রাহী লুপ্ত,
যত্নে সভ্রম চেষ্টার বন্ধন, হৃদকম্পন সুপ্ত।
রক্ত-অশ্রু অগ্নিদৃশ্য, অভিশপ্ত মন্ত্র,
প্রতিহিংসা, পরনিন্দা, কুটিল ষড়যন্ত্র।
অভিশপ্ত অগ্নিশিখা, বিরূপ জনতন্ত্র,
দৃষ্টিপাতে ভাঙা রথে ন্যায়ের ফটক বন্ধ।
বিধ্বংসী প্রতিঘাতে সিংহাসনে গর্জন,
প্রলয়ধ্বনি, বজ্রমুষ্টি, প্রাপ্য নীতির অর্জন।
আলোর দিশা, দিপ্ত তৃষা, হৃদয় পটে অঙ্কন,
সত্যনিষ্ঠা-সঠিক ইচ্ছা, শর্তে গড়া বন্ধন।