শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কবিতাঃ ‎রাজা আর রাজত্ব

Coder Boss
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

কলমেঃ ‎মোহাম্মদ সহিদুল আলম

‎‎বাহিরের চাকচিক্যে ভরা দুনিয়ায় বহু মানুষ অর্থ সম্পদ বৃদ্ধিতে ব্যস্ত! ‎কেহ আবার রাজ্যের রাজা হওয়ার স্বপ্নে বিভোর।

‎দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা অগণন! স্বপ্ন সম্পদের বৃদ্ধি নয়, সন্তান মানুষ করা, দুবেলা দুমুঠো ভাত খেয়ে সম্মানের সাথে বাঁচা।

‎বহু সংসারে‌ একটি প্রাণের রোজগারে বেঁচে থাকে সম্পূর্ণ পরিবার পরিজন, আমাদের সোনার বাংলাদেশে। বাবা- মা’র কলিজার টুকরা!

‎কিছু মানুষের সম্পদ বৃদ্ধি, রাজা আর রাজত্ব ধরে রাখার বিনিময়ে দিতে হয়েছে আবু সাঈদ সহ শত শত বাংলা মায়ের সন্তান!

‎বহু মানুষ ভুলে যায়! এই দুনিয়ায় কেহ আর দুই শ’ বছর বাঁচে না! ‎দুনিয়ায় কেহ এলে মৃত্যুর স্বাদ নিতেই হবে, এটাই বাস্তব সত্য!

‎দূর্নীতি, অসৎ উদ্দেশ্যে রাজা আর রাজত্ব, অবৈধ সম্পদ বৃদ্ধি মানুষের সংখ্যা বৃদ্ধি থেকে দেশ ও দেশের সাধারণ মানুষকে রক্ষা করা।

‎ছাত্র সমাজ আর দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। ‎সততা ও ভালোবাসার দেশ হিসেবে চিহ্নিত হয়ে উঠুক আমাদের সোনার বাংলাদেশ।

‎রচনাকালঃ
‎৬ই ফেব্রুয়ারি ২০২৫ইং
‎কোলম্ব, ফ্রান্স‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102