
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে থাই ভিসা প্রতারণার সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে জেলার সৈয়দপুর উপজেলার ধলাগাছ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান-এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল রাত আনুমানিক ১টার সময় ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করলে, গোয়েন্দা দল ঘটনাস্থলেই দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে আরও দুই-তিনজন আসামী পালিয়ে যায় বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন —
১️/মোঃ মুন্না ইসলাম (২০), পিতা-মোঃ রবিউল ইসলাম
২️/মোঃ সানজিদ রায়হান (২২), পিতা-মোঃ মুনসুর আলী
(উভয়ের ঠিকানা: ধলাগাছ মাঝাপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী)।
অভিযান চলাকালে মুন্না ইসলামের হাতে থাকা Vivo Y21 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সানজিদ রায়হানের প্যান্টের পকেট থেকে Oppo A76 মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে থাই ভিসা প্রদান নামের এক প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো।
এ ঘটনায় সৈয়দপুর থানায় এফআইআর নং-২৪, তারিখ ২৫ অক্টোবর ২০২৫; জি আর নং-২৩৩/২৫ তে মামলা রুজু করা হয়েছে।
মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) তৎসহ দণ্ডবিধি ৪০৬/৪২০ ধারায় রুজু করা হয়।
পুলিশ জানায়, এই প্রতারণা চক্রের আরও কয়েকজন সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।