
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীতে সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে শহরের বড় মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় নীলফামারী জেলা সাংবাদিক একাদশ ও টেলিভিশন ক্যামেরা পার্সন একাদশ।
রোমাঞ্চকর এ ম্যাচে টেলিভিশন ক্যামেরা পার্সন একাদশ ২–১ গোলে জেলা সাংবাদিক একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।
টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জ্যেষ্ঠ সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান, হাসান রাব্বি প্রধান, ভুবন রায় নিখিল ও মোশাররফ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে।