
এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭অক্টোবর) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ,আবাসিক মেডিকেল অফিসার কায়সার রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান শাজু, সদস্য জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের সচিবসহ প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
আইন শৃংখলা সভার আগে উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত হয়।