
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পাঁচ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল লতিফ আল ফারুক, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও গণতন্ত্রের বিকাশে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন সময়ের অনিবার্য দাবি। তারা বলেন, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে।
জামায়াতে ইসলামী’র ঘোষিত পাঁচ দফা দাবি হলো
১️/ পিআর পদ্ধতিতে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন ব্যবস্থা চালু করা,
২️/ নির্বাচন ঘিরে জুলুম-নির্যাতন ও অস্পষ্টতা বন্ধ করা,
৩️/ বিরোধী দল ও কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করা,
৪️/ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, এবং
৫️/সাধারণ জনগণের অংশগ্রহণ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।
নেতৃবৃন্দ বলেন, এই পাঁচ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত হবে এবং দেশের রাজনীতিতে ন্যায়বিচার ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে।
সভা শেষে বক্তারা জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীদের মধ্যে এ কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।