
শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য আমিনুল হক সিপন পদত্যাগ করেছেন দল থেকে।
সোমবার (২৭ অক্টোবর) তিনি নিজের ফেসবুক আইডিতে এমন পোস্ট করেন। তার পোস্টে উল্লেখ করেন তিনি এনসিপি সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সদস্য ছিলেন। বিগত ২ মাস আগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এহতেশামুল হককে পদত্যাগের বিষয়টি জানান। সোমবার তিনি নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
পদত্যাগের সত্যতা নিয়ে আমিনুল হক সিপন জানান, ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। এছাড়া জগতে কাজ করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন।স্বেচ্ছায়, সজ্ঞানে অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি।