শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাবা আমার গল্প নদীর কথা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২২ Time View

 

কলমেঃ ফরহাদ কাদির

বাবার হাত ধরে পৃথিবী চেনা
বাবার হাত ধরে প্রকৃতি দেখা
দোয়েলের সকাল ভোরের মসজিদে যাওয়া
ফাল্গুন চৈত্র দহন আগুনে সংগ্রামী মিছিল করা
বাবার হাত ধরে হেমন্তের ক্ষেত সোনালী ফসল দেখা
জীবনে চলার পথে
সুখ হাসি কান্না শ্রাবণ বৃষ্টিতে ভেজা
বাবার দুচোখে আমার নতুন নতুন স্বপ্ন বোনা
বাবা আমার জীবনে একগুচ্ছ গোলাপের ঘ্রাণ
রোদ্রের ঠিকানা বৃষ্টির আলপনা শিল্পীর ছবি আঁকা সময়
বাবার কাছ থেকে উত্তাল জলে সাঁতার কাটা ভর দুপুরে
বাবার চোখে জোসনার প্রজাপতি ধরা না বলা কথার মালা
বাবা আমার প্রচন্ড রোদে খাকি পোশাকে পাহারাদার ঘাটে
অনেক সুখের জন্য পলাশ শিমুলের রক্তমাখা হাসির বিল্পব
বাবার চোখে আমার আজন্ম রাত্রিদিনের গল্প নদীর ঢেউ
বাবার চেতনার বুকে বিপ্লবোত্তর বাংলার স্বাধীনতা
সাতচল্লিশ দেশভাগ
জন্মভূমি ছেড়ে না ফোঁটা আলোয় দেশান্তর
ঊনসত্তরের গণ আন্দোলন যে জলে আগুনজ্বলা জীবন
বাবা আমার পুরানো দিনের
দাদা হরকরাবাবু ছমিরউদ্দিন আর শাহাদাত পন্ডিতের
আকাঙ্খার বিপন্ন বিশ্বাসের বিনষ্ট ফসলের কান্না জোসনার
বাবা আমার ঘোর অন্ধকারে
প্রদীপ জ্বালানোর পরম সান্নিধ্যের বাতিঘর
মেদুয়া গ্রামের শরৎ সকালের পুরানো সাঁকো পার হওয়া দিন
বাবা আমার শিশু থেকে যিশুতে পরিনত করার স্বপ্ন সাধনা
এই সেই বাবা আমার
এখনো যার হাতে পানের বাটা নুরানী জর্দ্দা তামাক খাওয়া
জীবনের পথে আজান শুনে নামাজ পড়তে মসজিদে যাওয়া
বাবা আমার মেঝ রহমানের জন্য একগুচ্ছ সময় অপেক্ষা করা
ক্লান্ত সূর্যের অপরাহ্ন ডুবে যাওয়া মুহূর্ত
আজও বাবার বয়সটা নিয়ে লোকমুখে বিতর্কের জন্ম দেওয়া
বাবা আমার হঠাৎ সাদা মেঘের আকাশ
মুহূর্তের মধ্যে প্রচন্ড বৈশাখী ঝড়ো হাওয়ার তান্ডব
তবুও বাবা আমার
জীবনের পথচলা শ্রাবণ ভাদ্র কার্তিকে হেমন্তে দীঘল কবিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102