
হেমন্তের নিমন্ত্রণ
গায়ের পথে দাঁড়িয়ে দেখি,
হেমন্তের নতুন দৃশ্য।
পাকা ধানের সোনালি ক্ষেতে,
কি অপরূপ এই সৃষ্ট।
দুর পথে যেদিকে তাকাই,
সোনা ভরা ধান।
কৃষক কৃষাণী দেখে দেখে,
গায় যে সুখের গান।
কাস্তে হাতে কৃষক শ্রমিক,
চলেছে ধানের ক্ষেতে।
বাবুই চড়ুই ফিঙে শালিক,
আনন্দে উঠে মেতে।
ধান কেটে আঁটি বেধে,
কৃষক বাড়ি ফিরে।
গায়ে গায়ে নবান্ন আসে,
হেমন্তের নিমন্ত্রণ ঘিরে।
টুনটুনি ডাকে টুনটুন
ডাালিম গাছে পাতার ফাঁকে,
টুনটুনি ডাকে টুনটুন।
ভোমরা গুলো বেড়ায় উড়ে,
গেয়ে গান গুনগুন।
দোয়েল পাখি আসলো উড়ে,
ডালিম গাছের ডালে।
টুনটুনি আর দোয়েল মিলে,
নাচছে তালে তালে।
প্রজাপতিরা আসলো এবার,
নানা রঙের ডানা মেলে।
ডালিম গাছের ফুলে ফুলে,
বেড়ায় যেন হেসে খেলে।
ডালিম গাছে পাতার ফাঁকে
টুনটুনি ডাকে টুনটুন।
ছোট্ট খুকু তা-ই না দেখে,
ধরেছে গান গুনগুন।