
বিনয় দেবনাথ
তুমি কি বুঝ আমার অনুভূতি?
কতটা ঘৃণা হলে তোমাকে ছাড়ার কথা ভাবতে পারি।
তুমি কি অনুভব করতে পারো,
আমার বাকরুদ্ধ হয়ে থাকার কারণ?
তুমি কি তোমার দুই নয়নে দেখতে পাও,
আমার মনের কষ্টের পাহাড়?
তুমি কি কখনো অনুভব করতে পারো,
আমি কিসের জন্য অভিমান করি?
তুমি কি কখনো তোমার ভাবনা দিয়ে চিন্তা করেছো,
কিসে আমার ভালোলাগা?
তুমি কি কখনো এই ভাবে আমাকে নিয়ে ভেবেছো,
কিসে আমার অনেক বেশি খারাপ লাগা?
তুমি কেন বুঝতে চাওনা,
আমার মনের জমানো কষ্ট গুলো?
তুমি কি বুঝতে পারো,
কতটা না পাওয়া থেকে আমার চোখের অশ্রু ঝরে?
আর এত এত না পাওয়া থেকে,
এখন আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা জন্ম নেই না মনে।
তুমি কি বুঝতে পারো,
আমি কতটা ভালোবাসি তোমায়?
কতটা ভালোবাসলে
আমি আজ তুমিহীন।
তুমি কখনো আমাকে বুঝবে না,
তুমি কখনো আমাকে বুঝতেও চাওনা।
আর এই না বুঝা ও ভুল বুঝা থেকেই
তোমার আর আমার এত দূরুত্বের সৃষ্টি।
এই দূরুত্বে যদি ভালোথাকে ভালোবাসা
থাকতে চাই এই দূরুত্বে সারাজীবন।
তুমি দূরে থাকো,
আর আমি দূর থেকেই ভালোবেসে যাবো তোমায়।