
সানজিদা রুমা, নরসিংদী থেকে:
হাত দোয়া নায়ক হোন এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নরসিংদী জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজুয়ান হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী আমিনুর রহমান ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার রাফিউর রহমান,জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা: সঞ্জয় কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ডি আই ও-ওয়ান কাসিফ সানোয়ার,নরসিংদী সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,সহকারী প্রকৌশলী স্বাস্থ্য ম্যানাজার মো: ইমদাদুল, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ সহ জেলা,উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ।