শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

নীলফামারীতে দমকা হাওয়া ও বৃষ্টিতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে হতাশ কৃষকরা

Coder Boss
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার নীলফামারী

বিগত কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় নীলফামারীর মাঠজুড়ে পাকা আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। বিশেষ করে ডিমলা, সদর ও আশপাশের ইউনিয়নগুলোতে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।
ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দঃ তিতপাড়া গ্রামের কৃষক মোঃ রশিদুল ইসলাম জানান, “ঋণ করে জমিতে ধান চাষ করেছি। এখন বৃষ্টি আর বাতাসে সব ধান পড়ে গেছে। কীভাবে ঋণ শোধ করব আল্লাহই জানেন।একই গ্রামের আরেক কৃষক মোঃ আবুল কাশেম বলেন,মাঠে ধান পড়ে থাকলেও কাটা যাচ্ছে না, শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ফলে ধান পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মাঠজুড়ে এখন হতাশার চিত্র। অনেক জায়গায় জমিতে কাদা আর পানিতে ভরে গেছে, ফলে ধান কাটতে পারছেন না শ্রমিকরা। ইতোমধ্যে কিছু এলাকায় ধান পচে যাওয়ার খবরও পাওয়া গেছে।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল বান্দার জানান, আকস্মিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উপজেলায় প্রায় ১৮ হেক্টর আমন ধান এবং ৩ হেক্টর শাকসবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমন মৌসুমের শেষ পর্যায়ের ধানই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার লক্ষ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতির মাত্রা নির্ধারণের পর প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হবে।
প্রাকৃতিক এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ভালো ফলনের আশায় মাঠে ধান চাষ করলেও এখন তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। অনেকে বলছেন, এবারের মৌসুম হয়তো লোকসান গুনেই শেষ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102