
কলমেঃ জামাল আহমেদ
সাইকুল! তুমি ভোরের গোলাপ
তোমাতে মুগ্ধ আমি,
হৃদয়ে তোমারে করি অনুভব
তুমি অনেক দামি।
অসীম আকাশ নীল নীলিমায়
উজল তারকা তুমি,
তোমার সাহস আর ভূমিকায়
ধন্য স্বদেশ ভূমি।
তুমি বাংলার গর্বের ধন
শক্তি সাহসে বীর,
লড়ছো সদাই বীরদের সাথে
শান্ত এবং ধীর।
কতো পালোয়ান করে কুপোকাত
বিজয় এনেছো ঘরে,
সুনাম তোমার ছড়িয়ে পড়েছে
জনতার অন্তরে।
প্রার্থনা করি এমনি করেই
হেঁটে চলো আরো পথ,
আরো আনো জয় আর গৌরব
ছুটুক বিজয় রথ।