
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
পারবে আমার সাথে সাগর স্নানে যেতে?
সাহস আছে? সত্যি বলো তব আঁচল পেতে!
নয়তো বলো তুমি আমার দিব্যি দিয়ে
মিথ্যা বললে লোকসান নাই, আমায় ভগবান যান যদি তুলে নিয়ে,
কি’বা তোমার লাভ-ক্ষতি, তোমার দিব্যিতে আমি মরি যদি
তোমার স্বাধীন জীবন সেই শ্মশান অবধি !
তারপরও কথা থাকে, দু’জনার কথার বাকে
মনে হয় বাম অলিন্দে নিয়েছো জায়গা করে কথার ফাঁকে!
তা হলে চলো যাই, সমুদ্র ঘুরায় দেখাই
কেমন উর্মিমালা, অযথা তুলে ফণা, কত তার খাই?
যখন যৌবন পায়, নদীর দিকে ধায়, প্লাবিত করে নদী দনু কূল,
কত ঘর বাড়ী ভাঙে, গরীব জীবন পদ্মা পাড় সদা জঙে, জীবনটা ভুল!
অভাব-অনটন সয়ে, খেয়ে আর নাখেয়ে আবার বাঁধে ঘর!
প্রিয়ার হাত ধরে আবার বাঁধে দু’জন সংসার!
তুমি তুমি আমি মিলে, চলো সৈকতের ঝিলে, নোনা জলে ভিজাই পাদু’টি
দু’জনে হাত ধরে, স্নান রত লোকের ভিড়ে, হেঁসে হবো কুটিকুটি!
সবাই ভাববে সেথা, লাল কাকড়ার ঝাঁক যেথা, চিকচিক বালু দন্ত হেসে,
সমাজ যদি মন্দ বলে, নামবো দু’জন জলে, সমুদ্র অতলে হবে সংসার, ভালোবেসে!