
কলমেঃ শাহিদা আক্তার তন্নি
কোথায় পেলাম স্বাধীনতা
কোথায় পেলাম মুক্তি,
চার দেওয়ালে বন্দী জীবন
স্বার্থ নামের চুক্তি।
মারামারি হানাহানি
চলছে অবিরত,
আঁখি থাকিতে অন্ধ মানব
চলছে যে যার মতো।
কাকের শোনাও স্বাধীনতা
কাকে শোনাও মুক্তি,
স্বার্থ নেশায় মগ্ন তুমি
স্বার্থের দরো চুক্তি।
দিচ্ছ তুমি মহা বাসন
শুনতে জনতা,
অন্ধকারে করছো যে ঘুম
কোথায় মানবতা।
ভাবছো কি হায় ওহে মানব
মিছে তোমার আশা,
পরোকালের সম্বল জোগাও
কবর যে তোর বাসা।
যুগ যুগ ধরে আসছে দেখো
কত দাপটদারী,
নিঃসম্বল হয়ে তারা
দিচ্ছে মরন পাড়ী।
সময় থাকতে স্বার্থ ছাড়ো
ভঙ্গ করো চুক্তি,
নইলে জীবন বৃথা যাবে
পাবে না তো মুক্তি।।