
কলমেঃ জোনাকি আফরিন জুঁই
এ মন যাহাকে চায়
আমি পাহিবো কি তাহাকে হায়
বড্ড ইচ্ছে করিছে আজ সে কথাটি জানতে,
আকাশ ধূসর কুয়াশায় ঢাঁকা
তাহাকে ছাড়া মোর,,,,,,,
পুরো পৃথিবীটাই যেনো ফাঁকা
সে কি চায়না মোরে তাহার করিয়া টানতে ।
যদি সে করিয়া দেয় মোরে বারণ
আমি জানিতেও চাইবনা তাহার কি কারণ
শুধু একটা কথাই বলিবো কি দোষ ছিল আমার,
তাহার স্বরণে জেগেছি কত রাত
খুব কাছেতে দেখিতে পাহিয়াও,,
ধরিতে পারিনি হাত
জীবনে একটাই আক্ষেপ কখনো হইতে পারিনি তোমার !”