
মোঃ আল আমিন, ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর মাদকবিরোধী অভিযানে ১৮ শত পিস ইয়াবা সহ নাজমা (৫২) ও আশা (৩৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গত শনিবার সকাল সাড়ে দশটার সময় ভৈরব থানাধীন আকবরনগর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভৈরবপুর মধ্যপাড়া এলাকার গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৫২) ও একই এলাকার ফাইজুল ইসলামের স্ত্রী আশা বেগম(৩৬)।